একেকদিন একেক রকম মুড থাকে: দীঘি

দেশের সিনেমা অঙ্গনে বেশ পরিচিতি লাভ করেছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। শিশু শিল্পী হিসেবে সিনেমায় অভিনয় করেন দীঘি।

একেকদিন একেক রকম মুড থাকে: দীঘি
প্রার্থনা ফারদিন দীঘি

এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে স্নাতক করছেন তিনি। পাশাপাশি কাজও করছেন বিভিন্ন সিরিজে।

এ প্রসঙ্গে দীঘি বলেন, ‘স্কুল-কলেজ কোনোটারই বিশ্ববিদ্যালয় জীবনের সঙ্গে মিল নেই। আমি খুব এনজয় করছি। একেকদিন একেক রকম মুড থাকে, একেক ক্লাস থাকে। বেশ ভালো লাগছে।’ নায়িকার ভাষ্য, অভিনয়ের পাশাপাশি টুকটাক লেখালেখি পছন্দ করেন তিনি। তাই তার মনে হয়েছে, মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগ তার জন্য ভালো হবে।

প্রসঙ্গত, ২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় রাজধানীর একটি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়ে পাস করেন দীঘি।