কিশোরগঞ্জের নিকলীতে আনসার ভিডিপির ৩০ বছরের বেদখল জমি উদ্ধার

কিশোরগঞ্জ নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নে বাংলাদেশ আনসার ও গ্রামপ্রতিরক্ষা বাহিনীর ০.৫ (পাঁচ) শতাংশ জমি উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আব্দুল মোক্তাদিরের অক্লান্ত প্রচেষ্টায় উদ্ধার হয়েছে।

কিশোরগঞ্জের নিকলীতে আনসার ভিডিপির ৩০ বছরের বেদখল জমি উদ্ধার

 এ জমিটি ২৯/০৮/১৯৮৩ সালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নামে ক্রয়কৃত। যার অনুমানিক বর্তমান বাজার মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা। জানা যায়, উক্ত জমিটির প্রায় ৩০ বছর যাবত বেদখল ছিল। পরে আনসার ও ভিডিপির নিকলী উপজেলার প্রশিক্ষক আব্দুর মোক্তাদিরের দায়িত্ব পালন কালে উক্ত জমিটি উদ্ধার করেন। বর্তমানে এই জমিতে  আনসার ভিডিপির ২টি টিনসেডের ঘর রয়েছে। এ ব্যাপারে নিকলী উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আব্দুল মোক্তাদির এ প্রতিনিধিকে জানান, আমি প্রথমে ভূমি অফিসে যোগাযোগ করেছি। দলিলপত্র বের করে সরজমিনে পরিদর্শন করি। স্থানীয় গণ্যমান্য লোকদের সাথে কথাবলি এবং যারা এ জমিটি ভোগদখল করে রেখেছিল সেই সকল লোকদের সাথে কয়েক দফা আলোচনা করে উক্ত জমিটি উদ্ধার করতে সক্ষম হয়েছি। বর্তমানে জমিটিতে আনসার ভিডিপির ক্লাব সমিতির কার্যক্রম পরিচালনা করা হবে।