কিশোরগঞ্জের ভৈরবের কালিকাপ্রসাদে দিনব্যাপী অমর একুশে বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ হেন্সম্যান সোসাইটি’র উদ্যোগে দিনব্যাপী অমর একুশে বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কালিকাপ্রসাদ খেলার মাঠে অনুষ্ঠিত দিনব্যাপী অমর একুশে বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে হেন্সম্যান সোসাইটির আহবায়ক রায়হান আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের সাবেক বিভাগীয় পরিচালক মো. বসির উদ্দিন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লিটন মিয়।
এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সিবিআই সাবেক সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক দুর্জয় দরশন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ডা. মুহাম্মদ মিজানুর রহমান কবির ও মো. ফজলুল কবির।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিকাপ্রসাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফারুক মিয়া, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, বাংলা মিডিয়া লিমিটেড এর পরিচালক মো. মোজাব্বীর হাসান, কালিকাপ্রসাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল আহমেদ বিপ্লব, কালিকাপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা বেগম, কালিকাপ্রসাদ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল হাকিম, সরকারি হাজী আসমত কলেজের প্রভাষক মো. সাইদুর রহমান সাইফ ও মো. সায়েদুজামান সেলিম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, হেন্সম্যান সোসাইটির সদস্য সচিব মহিউদ্দিন আহমেদ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ও বিজয়ীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।