কিশোরগঞ্জের হোসেনপুরে ইউএনও’র বিদায় ও বরণ অনুষ্ঠিত

কিশোরগঞ্জের হোসেনপুরে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজকে বিদায় সংবর্ধনা ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডলকে আনুষ্ঠানিক ভাবে বরণ করা হয়েছে।

কিশোরগঞ্জের হোসেনপুরে ইউএনও’র বিদায় ও বরণ অনুষ্ঠিত

গতকাল বুধবার (২২ ফেব্রুয়ারি) বিকালে বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা পরিষদ। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেল এর সভাপতিত্বে ও ইউএনও’র নাজির রাফিউল হক সুমনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া পারভেজ, নবাগত উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য মন্ডল, সহকারী কমিশনার (ভূমি) নাশিতা-তুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. জহিরুল ইসলাম নুরু মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রকৌশলী আশরাফ হোসেন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান রৌশনারা রুনু, থানা অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান টিটু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকো, উপজেলা কৃষি অফিসার মো. ইমরুল কায়েস, অধ্যক্ষ মোসলেহ উদ্দিন খান, সিদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন, হোসেনপুর প্রেসক্লাব সভাপতি প্রদীপ কুমার সরকার প্রমুখ