তৃণমূল নেতাকর্মীরাই আওয়ামী লীগের মূল শক্তি

নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, তৃণমূল নেতাকর্মীরাই আওয়ামী লীগের মূল শক্তি। দলের কঠিন সময়ে তারাই দলকে সুসংগঠিত করেন।

তৃণমূল নেতাকর্মীরাই আওয়ামী লীগের মূল শক্তি
ছবি: সংগৃহীত

গতকাল শুক্রবার দিনাজপুরের বিরল উপজেলার ধামইর ইউনিয়ন আওয়ামী লীগের প্রয়াত সভাপতি মঞ্জুরুল ইসলাম চৌধুরীর শোকসভায় এ কথা বলেন তিনি।

শোকসভায় উপস্থিত ছিলেন- বিরল উপজেলা নির্বাহী অফিসার আফছানা কাওছার, ওসি রেজাউল হাসান রেজা, উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক  রমাকান্ত রায়, ধামইর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মমতাজ আলী, সাধারণ সম্পাদক মজেন চন্দ্র দেবশর্মা প্রমুখ।

সভা শেষে মনজুরুল ইসলাম চৌধুরীসহ আওয়ামী লীগের প্রয়াত সব নেতাকর্মীর রূহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।