নেত্রকোণার দুর্গাপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্ততি সভা

নেত্রকোণার দুর্গাপুরে ১৭ মার্চ জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস এবং মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।

নেত্রকোণার দুর্গাপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্ততি সভা
ছবি: সংগৃহীত

উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার।

ইউএনও মোহাম্মদ রাজীব উল আহসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার, সহকারি কমশিনার (ভুমি) মো. আরিফুল ইসলাম, ওসি মো. শিবিরুল ইসলাম, উপজেলা আ‘লীগের সভাপতি ওসমান গণি তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, প্রবীণ রাজনীতিবীদ দুর্গাপ্রসাদ তেওয়ারী, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, আওয়ামী লীগ নেতা বিপ্লব মজুমদার, যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, সহ সভাপতি পাভেল চোধুরী সহ উপজেলায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।