নেত্রকোণার পূর্বধলায় সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন

নেত্রকোণার পূর্বধলায় প্রাথমিক শিক্ষক সমিতি নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে কালডোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির আহমদ খান কামালকে সভাপতি ও আতকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নয়ন মিয়াকে সাধারণ সম্পাদক ও খলিশাউড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রুহুল আমিন কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

নেত্রকোণার পূর্বধলায় সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: মতিউর রহমান স্বাক্ষরিত ৫১সদস্যের পূর্বধলা উপজেলা শাখার এডহক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

আজ ২১ ফ্রেব্রুয়ারি মঙ্গলবার ভাষা শহিদদের স্মরণে শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ পূর্বক সংক্ষিপ্ত পরিচিতি সভায় পূর্বধলা প্রেসক্লাব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির পরিচিত তোলে ধরা হয়। এ সময় বক্তব্য রাখেন সদ্য ঘোষিত কমিটির সভাপতি জাকির আহমদ খান কামাল, পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: শফিকুল আলম শাহীন, শিক্ষক সমিতির সিনিয়র সহ সভাপতি, উত্তর পূর্বধলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফজলুল হক বাবুল, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: জায়েজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো: গোলাম মোস্তফা প্রমুখ। পরে নতুন কমিটির নেতৃবৃন্দদের অংশগ্রহনে পূর্বধলা উপজেলা পরিষদ চত্তরের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যেমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।