নেত্রকোণার পূর্বধলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা

নেত্রকোণার পূর্বধলায় উপজেলা সদরের পূর্বধলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করায় জাকির আহমদ খান কামালকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

নেত্রকোণার পূর্বধলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা
ছবি: সংগৃহীত

বিদ্যালয়ের কার্যালয়ে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি ও ফোরামের উপদেষ্টা সৈয়দ আরিফুজ্জামান মাসুম, পূর্বধলা প্রেসক্লাবের সহ সভাপতি জুলফিকার আলী শাহীন, পূর্বধলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো: জায়েজুল ইসলাম, মৌদাম সেসিপ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা, ইকরা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: শফিকুজ্জামান, পূর্বধলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ সভাপতি শিমুল শাখাওয়াত, সাংবাদিক আল-মুনসুর, মো: নজরুল ইসলামসহ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ।

উল্লেখ্য জাকির আহমদ খান কামাল পূর্বধলা প্রেসক্লাবের একজন সম্মানিত সদস্য। তিনি উপজেলার আগিয়া ইউনিয়নের কালডোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। গত চার বছর আগে কালডোয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পূর্বধলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে যোগদানের আবেদন করেন। একই পদে একাধিক আবেদন করলেও নানা জটিলতার কারনে এই পদে নিয়োগ হয়নি। তারপর গত ১৯ ফেব্রুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অনুমতি প্রাপ্ত হয়ে উপজেলা শিক্ষা অফিসার মো: মফিজুল হক, জাকির আহমদ খান কামাল কে প্রধান শিক্ষক হিসেবে পূর্বধলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের জন্য অফিস আদেশ দেন।