নেত্রকোণার বারহাট্টায় আশ্রয়ন প্রকল্পের আরও ৮০টি গৃহ নির্মাণের কাজ সম্পন্ন
নেত্রকোণার বারহাট্টায় মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার গৃহহীন ও ভূমিহীন পরিবার গুলোকে আবাসন সুবিধার আওতায় আনয়নের লক্ষ্যে আরও ৮০টি গৃহ নির্মাণের কাজ সম্পন্ন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলাম নির্মাণ কাজ সম্পন্ন গৃহগুলো সরজমিনে পরিদর্শন করেন। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লতিফুর রহমানসহ গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। গৃহ গুলো শীঘ্রই সুবিধাভোগীদের মাঝে চাবি ও দলিল দস্তাবেজসহ হস্তান্তর করা হবে।
পূর্বে আরও ১০০টি গৃহ সুবিধাভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে। ডেমুরা আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগী শিল্পী রানী দাস জানান, আমার কোন জমি ও গৃহ ছিলনা। আমি ভূমিহীন ও গৃহহীন ছিলাম। মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ভূমিসহ গৃহ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।
সুবিধাভোগী মোছাঃ মাহমুদা আক্তার জানান, আমি ভূমিহীন ও গৃহহীন অবস্থায় খুব অসহায় জীবিকা নির্বাহ করছিলাম। প্রধানমন্ত্রীর গৃহটি পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। বর্তমান সরকারের ইচ্ছায় আমি জায়গাসহ ভূমি পেয়েছি। আমি আমার নিজের বাড়ীতে বসবাস করতে পারবো। এভাবেই প্রতিটি ভূমিহীন ও গৃহহীন সুবিধাভোগীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভূমি ও গৃহ পেয়ে তারা তাদের অনুভূতি ব্যক্ত করেন।