নেত্রকোণার মোহনগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের নির্মাণ কাজ পরিদর্শন

নেত্রকোণার মোহনগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘরের নির্মাণ কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন।

নেত্রকোণার মোহনগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘরের নির্মাণ কাজ পরিদর্শন
ছবি: সংগৃহীত

গতকাল সোমবার (৬ মার্চ ) দুপুর দেড়টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের বাহাম এলাকায় তৃতীয় পর্যায়ের ৪৩টি ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করেন, উপজেলা চেয়ারম্যান মো.শহীদ ইকবাল ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. জাহাঙ্গীর আলম।

পরিদর্শনকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শওকত জামিল, মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম, বড়কাশিয়া-বিরামপুর ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন চৌধুরী, মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এস এম সারোয়ার খোকন, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চয়ন, সাংবাদিক সাইফুল আরিফ জুয়েলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে দেখা যায়, ৪৩ টি ঘরে নির্মাণ কাজ ১০ তারিখের মধ্যে শেষ হবে। কাজের গুণগতমান ভালো হয়েছে। পরিদর্শন টিমে যারা ছিলেন সবাই কাজ দেখে সন্তুষ্ট প্রকাশ করেন।