নেত্রকোণার মোহনগঞ্জ থানা-পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ অনুষ্ঠিত
নেত্রকোণার মোহনগঞ্জ থানা-পুলিশের উদ্যোগে এক সুধী সমাবেশ অনুষ্টিত হয়েছে। মোহনগঞ্জ সরকারি কলেজের হল রুমে মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, কিশোর অপরাধ, সাইবার ক্রাইম, নারী নির্যাতন, ইভটিজিং ও বাল্য বিবাহ মুক্ত সমাজ গড়ার লক্ষে এ সুধী সমাবেশের আয়োজন করা হয়।

অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. হারুন অর রশিদ।
মোহনগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ আবুল হোসেন চৌধুরী এ সমাবেশের উদ্ধোধন করেন।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্টিত এ সুধী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো.শহীদ ইকবাল, পৌর মেয়র লতিফুর রহমান রতন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাব্বির আহম্মেদ আকুঞ্জি, খালিয়াজুরী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিকী, মোতাহার হোসেন চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, আমিরুল ইসলাম খান সোহেল, সোহাগ তালুকদার প্রমূখ।