নেত্রকোণায় উইমেন পুলিশ নেটওয়ার্কের বর্ণাঢ্য র‌্যালি

নেত্রকোণায় বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের উদ্যোগে বৃহস্পতিবার জেলা শহরের কুরপাড় পুলিশ লাইন্সে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

নেত্রকোণায় উইমেন পুলিশ নেটওয়ার্কের বর্ণাঢ্য র‌্যালি
ছবি: সংগৃহীত

প্রধান অতিথি হিসেবে র‌্যালি উদ্ধোধন করেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ ।

জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে এ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ। অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার জান্নাত আফরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মো. লুৎফর রহমান, স্বাবলম্বী উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, জেলা মহিলা পরিষদের সভানেত্রী রেহানা সিদ্দিকী, সাধারন সম্পাদক তাহেজা বেগম, আন্দোলন সম্পাদক সৈয়দা শামছুন্নাহার বিউটি, লিগ্যাল এইড সম্পাদক মঞ্জু সরকার, প্রশিক্ষন সম্পাদক ফাহমিনা সুলতানা তোতা প্রমুখ।