নেত্রকোণা জেলার কলমাকান্দায় গার্ডার ব্রিজের নিমার্ণ কাজ পরিদর্শনে মানু মজুমদার এমপি

নেত্রকোণার কলমাকান্দায় কলমাকান্দা-নাজিরপুর জিসি রাস্তার চান্দুয়াইল খালে নির্মানাধীন গার্ডার ব্রীজের নিমার্ণ কাজ সোমবার পরিদর্শন করেছেন, নেত্রকোণা-১ আসনের সাংসদ মানু মজুমদার এমপি।

নেত্রকোণা জেলার কলমাকান্দায় গার্ডার ব্রিজের নিমার্ণ কাজ পরিদর্শনে মানু মজুমদার এমপি
ফাইল ছবি

এলজিইডি প্রায় ১২ কোটি ২৫ লক্ষ টাকা ব্যয়ে ব্রীজটি নির্মিত হচ্ছে। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, আওয়ামী লীগ নেতা বজলুর রহমান, নাজিম উদ্দিন, এলজিইডি প্রকৌশলী শুভ্রদেব চক্রবর্তী, উপ-সহকারী প্রকৌশলী ইমরান হোসেন সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য সাংসদ মানু মজুমদারের নিরলশ প্রচেষ্টায় উক্ত ব্রীজটি অনুমোদন ও নিমার্ণ কাজ শুরু হয়।