নেত্রকোণা জেলার কেন্দুয়ায় ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা খেলার ফাইনাল অনুষ্ঠিত
নেত্রকোণার কেন্দুয়ায় ঐতিহ্যবাহী দাড়িয়াবান্ধা খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্যের খেলাধুলার মধ্যে একটি পরিচিত খেলা দাড়িয়াবান্ধা।

হারিয়ে যাওয়া খেলাটির ঐতিহ্য ফিরিয়ে আনতে জেলার কেন্দুয়া গন্ডা গরু বাজারে মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে উত্তর গন্ডা সমাজ কল্যাণ যুব সমিতির উদ্যোগে এ খেলার আয়োজন করা হয়।
গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে উপজেলার সান্দিকোনা ইউনিয়ন বনাম গন্ডা ইউনিয়নের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় গন্ডা ইউনিয়নের সবুজ বেপারির দল ৫-৩ ব্যবধানে সান্দিকোনা ইউনিয়নের সবুজ মিয়ার দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। সেরা খেলোয়াড় নির্বাচিত হন গন্ডা ইউনিয়নের সবুজ বেপারি দলের জুলফিখার আলী। এর আগে, গত ১৪ জানুয়ারি দুই মাসব্যাপী এ দাড়িয়াবান্ধা প্রতিযোগিতা শুরু হয়।
খেলায় বিভিন্ন এলাকা থেকে আগত ১৬টি দল চারটি গ্রুপে অংশগ্রহণ করে। গ্রুপ পর্ব, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং সর্বশেষ দুইটি দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সব বয়সের মানুষই এ খেলাটিকে পছন্দ করে। দাড়িয়াবান্ধা খেলাকে ঘিরে ইউনিয়ন ও আশেপাশের এলাকা জুড়ে উৎসবের আমেজ বিরাজ করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী জালাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমি এবং কেন্দুয়া থানার ওসি আলী হোসেন প্রমুখ।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ৪২ ইঞ্চি এলইডি টিভি, রানার্সআপ দলকে ৩২ ইঞ্চি এলইডি টিভি এবং তৃতীয় স্থান অর্জনকারী দলকে ডিনার সেট উপহার দেওয়া হয়