নেত্রকোণা জেলার বারহাট্টায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত
নেত্রকোণার বারহাট্টায় নানা কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে।

কর্মসুচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা ও মিলাদ মাহফিল। সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, বাংলাদেশ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন, বারহাট্টা থানা, মুক্তিযোদ্ধা কমান্ড, বারহাট্টা প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন।
পরে উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলামের সভাপতিত্ব ও সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইনুল হক কাসেম। অন্যান্যের মধ্যে সহকারি কমিশনার (ভূমি) সানজিদা চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, বারহাট্টা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক, কৃষি অফিসার রাকিবুল ইসলাম, মৎস্য অফিসার তানবীর আহমাদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শিহাব উদ্দিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ মোঃ আব্দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।