নেত্রকোণা জেলার মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ

নেত্রকোণা জেলার মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ৬০তম বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র লতিফুর রহমান।

নেত্রকোণা জেলার মোহনগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পুরস্কার বিতরণ
ছবি: সংগৃহীত

তিনি তার বক্তব্যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের আদর্শ ও স্মার্ট মানুষ হয়ে স্মার্ট বাংলাদেশ গড়তে প্রস্তুত হওয়ার পরামর্শ দেন। তিনি অভিভাবকদের সন্তানেররা খারপ সঙ্গ নিয়ে নষ্ঠ পথে যাচ্ছে কি না তা খেয়াল রাখতে বলেন।

স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ্জাহান।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট অসিত সরকার সজল।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান বাবু দিলীপ কুমার দত্ত, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনছারী,ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন চৌধুরী, জেলা পরিষদ সদস্য সোহেল রানা, মহিলা কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান, অনুষ্ঠান সঞ্চালনা করেন, শিক্ষক নুরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি বিদ্যালয়ের মাঠ একটি বঙ্গবন্ধুর ম্যুরাল তৈরি করে দিবেন ও বিশেষ অতিথি দিলীপ কুমার দত্ত বিদ্যালয়ে ১০ ট ফ্যান উপহার দিবেন বলে জানান।