পিএসএল ছেড়ে হঠাৎ কেন যুক্তরাষ্ট্রে সাকিব
চলমান পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে গিয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু এক ম্যাচ খেলার পর হঠাৎ পরিবারের কাছে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন এই অলরাউন্ডার।

পিএসএলে পেশাওয়ার জালমিতে হয়ে প্রথম ম্যাচে ১ রান করে অপরাজিত ছিলেন সাকিব। এছাড়া বল হাতে ৩ ওভার হাত ঘুরিয়ে দিয়েছিলেন ৩১ রান, পাননি কোনো উইকেটের দেখা। তাই দ্বিতীয় ম্যাচেই তার বদলে রভম্যান পাওয়েলকে খেলিয়েছে বাবর আজমের দল।
২৬ ফেব্রুয়ারি পর্যন্ত দলটির হয়ে খেলার কথা ছিল এই তারকা ক্রিকেটারের। অবশ্য পারিবারিক কারণে হুট করেই যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয়েছে তাকে। সাকিবের বদলি হিসেবে আফগান তারকা আজমতউল্লাহ ওমরজাইকে দলে নিয়েছে জালমি।
পিএসএল থেকে বিরতি নেয়া প্রসঙ্গে জিও নিউজকে সাকিব বলেন, জরুরি ব্যক্তিগত কারণে আমি পিএসএল ছেড়ে যাচ্ছি। আমি জানি, পাকিস্তানে আমার শক্তিশালী ফ্যান-ব্যাজ রয়েছে। আমি তাদের উপস্থিতিতে বাকি ম্যাচগুলো খেলার জন্য অপেক্ষায় আছি।