প্রধানমন্ত্রীর ২৫ দফা নির্দেশনা বাস্তবায়নে বাগেরহাটের মোরেলগঞ্জে কাজ শুরু

প্রধানমন্ত্রীর ২৫ দফা নির্দেশনা বাস্তবায়নে কাজ শুরু করেছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা প্রশাসন। এসব কাজে সহযোগিতার জন্য বৃহস্পতিবার বেলা ১০টায় গণমাধ্যম কর্মীদের সাথে সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রীর ২৫ দফা নির্দেশনা বাস্তবায়নে বাগেরহাটের মোরেলগঞ্জে কাজ শুরু

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু। সভায় মোরেলগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম মাসুম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শরীফসহ প্রেস ক্লাবের সকল সদস্যগণ অংশগ্রহণ করেন। 

সভায় ২০২৩ সালের ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্য উৎপাদন বৃদ্ধি, জ্বালানি, সরকারি তহবিল ব্যবহারে কৃচ্ছতা সাধন, মাদক, বাল্যবিয়ে, সন্ত্রাস, গুজব নির্মূল ও সরকারি জমি, নদী, খাল রক্ষাসহ ২৫ দফা নির্দেশনা বাস্তবায়নের ক্ষেত্রে সহযোগিতা কামনা করা হয়।