বিশ্বে বাংলাদেশ ভ্যাকসিন হিরোর দেশ

করোনা নিয়ন্ত্রণে বিশ্বের যেকোনো দেশের চেয়ে বাংলাদেশ অনেক বেশি সুনাম অর্জন করেছে বলে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিশ্বে বাংলাদেশ এখন ভ্যাকসিন হিরোর দেশ।

বিশ্বে বাংলাদেশ ভ্যাকসিন হিরোর দেশ

করোনা নিয়ন্ত্রণে বিশ্বের যেকোনো দেশের চেয়ে বাংলাদেশ অনেক বেশি সুনাম অর্জন করেছে বলে মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিশ্বে বাংলাদেশ এখন ভ্যাকসিন হিরোর দেশ।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের কার্যক্রম পরিদর্শন শেষে সম্মেলনকক্ষে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মহামারি থেকে জনগণকে রক্ষা করা হয়েছে। জনগণ করোনা থেকে রক্ষা পাওয়ায় যে সুফল পেয়েছে, তা আজ বিশ্ববাসী অনুভব করছে।’ 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যেক জেলায় একটি করে মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আর বেশি দিন নয়, প্রত্যেক জেলা থেকে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবা কর্মী জন্মলাভ করবে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা সরকার বিএনপি–জামায়াতের মতো আগুন-সন্ত্রাসী নয়, স্বাস্থ্যসেবা ও মানুষের ভাগ্যের উন্নয়ন করে জনগণের মন জয় করেছে। এরইমধ্যে ১০ হাজার চিকিৎসক ও ১৪ হাজার নার্সকে নতুনভাবে নিয়োগ দেয়া হয়েছে। ফলে বিদেশে গিয়ে চিকিৎসাসেবা নেয়ার প্রবণতা কমেছে। দেশে এখন সব ধরনের চিকিৎসা দেয়া হচ্ছে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক আবুল বাসার মো. খুরশীদ আলম, মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক মো. টিটো মিঞা, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) শামিউল ইসলাম, অতিরিক্ত পরিচালক নাজমুল হক, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ মোমেনুল হক, উপাধ্যক্ষ সৈয়দ নাদির হোসেন, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক নবীউর রহমান প্রমুখ।

জাহিদ মালেক বলেন, ‘হাসিনার নেতৃত্বে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়া সম্ভব হয়েছে। মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই হলো শেখ হাসিনার মূল লক্ষ্য।’

এর আগে সকাল ১০টার দিকে দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কার্যক্রম পরিদর্শন ও চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন স্বাস্থ্যমন্ত্রী।