মোবাইলে মিলবে গুগলের ৩৬০ ডিগ্রি ভিডিও ব্যাকগ্রাউন্ড
আপনার মোবাইলের স্ক্রিনেই এবার গুগলের ৩৬০ ডিগ্রি ভিডিও ব্য়াকগ্রাউন্ড পেয়ে যাবেন। আর তা করা হয়েছে গুগলের ভিডিও কলিং প্ল্যাটফর্মের জন্য। আইওএস ও অ্যানড্রয়েড এই দুই ধরনের ব্যবহারকারীরা এই অত্যাধুনিক প্রযুক্তির স্বাদ পাওয়া যাবে ওই ব্যাকগ্রাউন্ডের হাত ধরে।

সম্প্রতি এক ব্লগস্পটে এই সম্পর্কে বিস্তারিত জানিয়েছে গুগল। টেক জায়ান্টটি জানিয়েছে, ‘মিট ব্যবহারকারীরা এবার ব্যবহার করতে পারেন নতুন ৩৬০ ডিগ্রি ভিডিও ব্যাকগ্রাউন্ড। ব্যবহারকারীরা আগের চেয়ে অনেক বেশি ভালো অভিজ্ঞতা পেতে চলেছেন গুগলের নতুন এই ব্যাকগ্রাউন্ডের হাত ধরে।
গুগল বলছে, ‘অ্যানড্রয়েড ও আইওএস ডিভাইসে সব গুগল ওয়ার্কস্পেস ব্যবহারকারীদের জন্য এটি প্রযোজ্য। এছাড়াও ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টের অধিকারীদের জন্যও এটি প্রযোজ্য।
এই নতুন চমকের সঙ্গে রয়েছে আরো ‘নতুনত্ব’। যেখানে রেডিও বটন, ড্রপ ডাউন কি, চ্যাট অ্যাপ কার্ডে চেকবক্স থাকছে চ্যাট মেসেজ স্ট্রিমে। চ্যাট অ্যাপ থেকে পাঠানো কোনো তথ্য আদানপ্রদানে এটি সহায়তা করবে।