ময়মনসিংহে মহান ভাষা আন্দোলনের দেয়ালিকা প্রদর্শনী

বঙ্গবন্ধু, ভাষা আন্দোলন, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার আবর্তে শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তির বহিঃপ্রকাশ ঘটানোর উদ্দেশ্যে ছাত্রছাত্রীদের স্বপ্ন, কল্পনা ও বাস্তবতার নিরিখে আঁকা দেয়ালিকা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহের আলমগীর মনসুর মেমোরিয়াল কলেজে।

ময়মনসিংহে মহান ভাষা আন্দোলনের দেয়ালিকা প্রদর্শনী

শিক্ষার্থীদের মননশীলতা আর রঙের বর্ণিল ছটায় মূর্ত হয়ে উঠেছিল বাঙালির গৌরবের মহান ভাষা আন্দোলন।

গতকাল মঙ্গলবার দুপুরে কলেজ ক্যাম্পাসে বাঙালির গৌরবের মহান ভাষা আন্দোলনের কর্মকান্ড নিয়ে তৈরী প্রদর্শনীর উদ্বোধন করেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়। এসময় কলেজের অধ্যক্ষ নীহার রঞ্জন রায়, উপাধ্যক্ষ মোস্তাক আহমেদসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

দেয়ালিকা প্রদর্শনীতে আলমগীর মনসুর মেমোরিয়াল কলেজে পড়ুয়া একাদশ ও অনার্স শ্রেণির ছাত্রছাত্রীদের হাতে লেখা ও আাঁকা ৩৪টি দেয়ালিকা স্থান পায়। এসব দৃশ্যকল্প দেখতে সকাল থেকে কলেজে উপস্থিত হন হাজারো শিক্ষার্থী ও দর্শনার্থীরা। চলে সন্ধ্যা পর্যন্ত।

এসময় দর্শনার্থীরা বলেন, এ ধরনের আয়োজন কলেজের সহশিক্ষা কার্যক্রম আরও বেগবান করবে এবং এর মাধ্যমে শিক্ষার্থীদের ভাষা শহিদ, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, ও বাংলাদেশ সম্পর্কে আরও বেশি জানার সুযোগ তৈরি হবে।