শেরপুরের শ্রীবরদীতে ৪১টি প্রাথমিক বিদ্যালয়ে নির্মিত হচ্ছে ওয়াশ ব্লক
শেরপুরের শ্রীবরদীতে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলতি অর্থ বছরে আধুনিক ডিজাইনে নির্মিত হচ্ছে ৪১টি ওয়াশ ব্লক। এতে করে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের দীর্ঘ দিনের ভোগান্তির অবসান হবে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) সরেজমিনে ঘুরে ছাত্র ছাত্রী ও শিক্ষকসহ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর কর্মকর্তার সাথে কথা বলে উঠে আসে এসব তথ্য।
জানা যায়, শ্রীবরদী উপজেলার ৪১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বি-তল ও একতলা ওয়াশ ব্লকের কাজ চলছে। তিনটি প্রকল্পের আওতায় প্রায় পাঁচ কোটি টাকা নির্মাণ ব্যয়ে নির্মিত হচ্ছে এসকল ওয়াশ ব্লক। প্রকল্পগুলো হচ্ছে জিপিএস, এনএন জিপিএস ও পিইডিপি-৪। এর মধ্যে ১০-১২ টি বিদ্যালয়ের কাজ প্রায় শেষের দিকে। বিভিন্ন প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় শ্রীবরদী উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৪১টি বিদ্যালয়ে দ্বি-তল ও একতলা ওয়াশ ব্লকের কাজ প্রায় শেষের দিকে।
ওয়াশ ব্লক গুলোতে রয়েছে বালক আর পুরুষ শিক্ষকদের আলাদা কম্পোনেন্ট। বালিকা ও মহিলা শিক্ষকদের জন্য রয়েছে আলাদা কম্পোনেন্ট। প্রতিটি কম্পোনেটে দুটি লংপ্যান সমৃদ্ধ টয়লেট ও একটি করে হাইকমোড এবং কেবিনেট বেশিন রয়েছ। মহিলা শিক্ষক ও বালিকাদের জন্য ঋতুকালীন সময়ের জন্য একটি করে চেঞ্জিং রুম রয়েছে।
ধারাবাহিকভাবে উপজেলার প্রতিটি বিদ্যালয়ে নির্মিত হবে ওয়াশ ব্লক। এর সুবিধা পাবে সকলেই। এমনটি প্রত্যাশা করছেন সবাই।